আগস্ট ২৩, ২০২২
বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ৯ জেলে উদ্ধার
কয়রা (খুলনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারণে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আরো ৯ জেলেকে উদ্ধার করেছে বন-কর্মীরা। এ সময় কোস্টগার্ট সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে খাদ্য ও পোষাক সহায়তা দেওয়ার পর নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাগা-দোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। জানা গেছে, গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে নিম্নচাপের কারণে এফবি ওবায়েদুল ফিসিং ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জন জেলে সেই থেকে পানিতে ভাসতে থাকে। ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাগা-দোবেকি টহল ফাঁড়ির বন-কর্মীরা জানতে পারে টহল ফাঁড়ির অধীনস্থ ছদনখালী এলাকায় ট্রলার ডুবে যাওয়া জেলেরা অবস্থান করছে। তাৎক্ষনিক টহল ফাঁড়ির স্টাফরা কাগা-দোবেকি কোস্টগার্ডের সদস্যদের নিয়ে তাদের উদ্ধার করে। তবে ঐ ট্রলারে ১৩ জন জেলে নিখোঁজ থাকলেও ৯ জনকে উদ্ধার করা হয়। বাকি ৪ জনের কোন সন্ধান মেলেনি। উদ্ধারকৃত জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের হিরন মাঝি, জলিল হাওলাদার, ফারুক হাওলাদার, মো. ফিরোজ, করিম খাঁন, সবুজ হাওলাদার, ইউছুফ আলী, জহিরুল মেরদা ও সেলিম হাওলাদার। এ ছাড়া ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আব্বাছ খাঁ, জুয়েল খাঁ, রাকিবুল ও দুলাল হাওলাদারের কোন সন্ধান মেলেনি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেরা ছদনখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষনিক সেখানে বন-কর্মীদের পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা জেলেদেরেকে বন বিভাগের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। 8,412,099 total views, 252 views today |
|
|
|