আগস্ট ৫, ২০২২
তালায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প দ্রæত গতিতে সম্পন্ন হচ্ছে
তালা প্রতিনিধি : আশ্রয়ণ প্রকল্পের অধীন তালা উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসত ঘর নির্মাণের পর এবার তাদের সু-পেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংক সহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরণের সুযোগ পাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রæত গতিতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, তালা উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি সহ বসত ঘর প্রদান করেছেন। সেখানে বসবাসকারী পরিবারগুলো যাতে সু-পেয় পানি পান করতে পারে এজন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অধীনে পরিবার প্রতি ১টি করে ৩হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক স্থাপন করে দেয়া হচ্ছে। উপজেলার অন্য এলাকায় প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় বর্তমানে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ৪২টি পরিবারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এরইমধ্যে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই প্রকল্প নিয়ে নানান অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচার করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে সাতক্ষীরার সোনা সাহেব ঠিকাদার নিযুক্ত হয়ে তালার নলতা গ্রামে ৪২টি রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের নকশা অনুযায়ী পানি ট্যাংক স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে হবে। প্লাটফর্মের ২ লেয়ারের ইট ১৫ ইঞ্চি, ৪ লেয়ারের ইট ১০ইঞ্চি, ব্যাস ৫ফুট ৩ইঞ্চি এবং ১:৪ হিসেবে সিমেন্ট ও বালি দিয়ে কাজ করে প্লটফর্মটির প্লাস্টারসহ ড্যাডো করতে হবে। বালি ভরাট করে জমি উঁচু করায় এখানে প্লাটফর্মের নীচে অতিরিক্ত কোনও বালি বা বেজ ঢালায় প্রয়োজন হয়নি। অথচ একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধার না হওয়ায় এই প্রকল্পের বিরুদ্ধে নানান ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য প্রচার চালিয়ে সরকার এবং প্রকল্পের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইট, সিমেন্ট, বালিসহ সবকিছু যাচাই-বাছাই করে নেয়া হচ্ছে। এছাড়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সরজমিন পরিদর্শন করে কাজের মান পরীক্ষা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পে দুর্নীতি বা অনিয়মের কোনও সুযোগ কাউকে দেয়া হবে না। এবিষয়ে জানতে চাইলে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, নলতা গ্রামে প্রকল্পের কাজ সিডিউল অনুযায়ী করা হয়েছে। এখানে অনিয়ম হচ্ছে বলে আমার জানা নেই। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, সরজমিন পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবহৃত ইট, বালি ও সিমেন্ট পরীক্ষা করে নেয়া হয়েছে। এছাড়া সর্বসময় প্রকল্পের কাজের দিকে নজর রাখা হচ্ছে।
8,579,370 total views, 7,140 views today |
|
|
|