আগস্ট ২, ২০২২
জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তালায় বৃক্ষ রোপণ ও আলোচনা সভা
তালা প্রতিনিধি : তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ফ্রিডম ফাইটার ফ্যামিলি সার্ভিসেস সোসাইটি কপিলমুনি শাখার উদ্যোগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০ টায় বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট কেসমত আলীর সভাপতিত্বে ও নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রিডম ফাইটার ফ্যামিলি সার্ভিসেস সোসাইটি খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এম জিয়াউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রিডম ফাইটার ফ্যামিলি সার্ভিসেস সোসাইটি কপিলমুনি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরকার ফারুক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবাহান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ আচার্য, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা জি এম. এ. সবুর, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী এবং সাংবাদিক ও দাতা সদস্য একরামুল হক আসাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ। পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিমিষা ঘোষ। সভা শেষে বৃক্ষ রোপণ করা হয়। 8,579,386 total views, 7,156 views today |
|
|
|