আগস্ট ৫, ২০২২
জরাজীর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নিলেন নজমুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়া এসব সড়ক সংস্কারে পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ফলে ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পলালপোল ৮নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র সামনে শহরের ব্যস্ততম সংযোগ সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এছাড়া ৮নং ওয়ার্ডের নিকারীপাড়া হতে নবজীবনের সামনে হয়ে প্রাণ সায়ের খাল পর্যন্ত অবহেলিত সড়ক ও ড্রেন নির্মাণের বিষয়ে ৮নং কাউন্সিলর শফিকুল আলম বাবুকে একাধিকবার অবহিত করলেও শুধু প্রতিশ্রæতি দেন কিন্তু বিগত ১২ বছরেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অত্র এলাকার সমাজসেবক নজমুল ইসলাম খান চৌধুরী শহরের চায়না বাংলা মোড় থেকে সূর্যের হাসি ক্লিনিক হয়ে পলাশপোল তেতুলতলা মসজিদ পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কারের উদ্যোগ নেন। শুক্রবার রাত ১২টার পর সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থানীয় যুবকদের সাথে নিয়ে তিনি শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স’র সামনে সংযোগ সড়কে ঢালাইসহ এলাকার জরাজীর্ণ বিভিন্ন সড়ক ও কালভার্ট সংস্কার কাজ শুরু করেন। এসময় নজমুল ইসলাম খান চৌধুরী নিজ উদ্যোগে ইট, বালু, সিমেন্ট দিয়ে এবং স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে এসব সংস্কার কাজ করেন। নজমুল ইসলাম খান চৌধুরী বলেন, চলতি বর্ষা মৌসুমে এলাকাবাসীর চলাচলের ভোগান্তি সামান্য লাঘব করতে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে পলাশপোল এলাকার জরাজীর্ণ সড়কগুলো সংস্কারের উদ্যোগে নিয়েছি। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। এসব সড়কগুলো দ্রæত স্থায়ীভাবে সংস্কার ও পরিকল্পিত ড্রেন নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। 8,766,691 total views, 7,251 views today |
|
|
|