আগস্ট ২২, ২০২২
খাজরায় দুটি রাস্তা নির্মাণ প্যাকেজের প্রাক্কলন অনুমোদন
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের দাবিকৃত দুটি রাস্তা নির্মাণের প্যাকেজের অনুমোদন হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,সাতক্ষীরার নির্বাহী প্রকৌলীর সুত্র মতে খাজরা ইউনিয়নের খাজরা ইউপি টু কাপসন্ডা বাজার ০০.৩৩৭০ মিঃ সড়ক বিসি দ্বারা উন্নয়ন ও বড়দল ইউপি টু কাপসন্ডা বাজার ভায়া বাইনতলা ও ফটিকখালী ৮৫৫০-১২৬৫০ মিঃ রাস্তা নির্মাণ কাজের অনুমোদন পাওয়া গিয়েছে। খালিয়া,পিরোজপুর,কাপসন্ডা গ্রামের একাধীক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,এই রাস্তা দুটি নির্মাণ হলে খাজরায় যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হবে। বিভিন্ন গ্রাম থেকে পরিষদে সবা প্রাপ্তী অনেকটা খরচ কমে আসবে। এ এলাকায় উৎপাদিত মাছ ও সবজী অন্য অন্য এলাকায় পরিবহনের ক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে। এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম জানান, আমরা জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সাধারণ মানুষের মাঝে অনেক অঙ্গিকার করে আসি। তারই ধারাবাহিকতায় খাজরার এ রাস্তা দুটি অনুমোদনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলাম। অবশেষে সাতক্ষীরা ৩ আসনের মাননীয় এমপি ডাঃ আফম রুহুল হক স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় কেবিএস প্রকল্পের মাধ্যমে দুটি রাস্তা নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। তিনি আরও জানান,বর্তমান সরকার জনগণের কষ্ট লাগবের জন্য একাধিক মেঘা প্রকল্প শেষ ও চালু অবস্থায় আছে। উন্নয়নের ধারা অব্যহত থাকবে। অন্য দিকে রাস্তা নির্মাণ কাজের অনুমোদনের সংবাদ এলাকায় পৌছালে মিষ্টি বরতনের সংবাদ পাওয়া গেছে। রাস্তা দুটি অনুমোদন হওয়ায় এলাকাবাসী সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃআফম রুহুল হক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম কে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী দ্রæত এ রাস্তা দুটির কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন। উল্লেখ্য, খাজরা ইউপি টু কাপসন্ডা বাজার গামী রাস্তাাটি একাধিক জায়গায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। অন্য দিকে কাপসন্ডা বাজার হতে বাইনতলা গামী রাস্তাটি কাচা হওয়ায় ওই এলাকায় বর্ষাকালে জনদুর্ভোগ চরমে পৌছাত। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ত। 8,595,995 total views, 3,874 views today |
|
|
|