আগস্ট ৩১, ২০২২
কালিগঞ্জে শত বছরের রাস্তায় প্রাচীর দেওয়ায় অবরুদ্ধ গ্রামবাসী প্রতিবাদ করায় বীরমুক্তিযোদ্ধার স্ত্রীসহ ৪ জনকে প্রকাশ্য কুপিয়েছে সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শত বছরের রাস্তায় প্রাচীর দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক পরিবার। প্রতিবাদ করায় স্থানীয় খান শওকাত হোসেনের ছেলে খান জাহিদ (২৭), মৃত নবাব আলীর ছেলে সরোয়ার হোসেন (৬০), নুরুল ইসলামের ছেলে আপেল মাহমুদ লিটন (৩৫) ও বীরমুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলীর স্ত্রী রহিমা খাতুনকে (৭০) প্রকাশ্য দিবালোকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সরেজমিন জানা যায়, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর দক্ষিণপাড়ায় শত বছরের একটি রাস্তা রয়েছে। রাস্তাটি দিয়ে এলাকার শত শত মানুষ প্রতিনিয়ত চলাচল করে। হঠাৎ রাস্তাটি নিজেদের দাবি করে রাস্তার মধ্যে প্রাচীর নির্মাণ করে একই এলাকার শেখ আবু মুসার ছেলে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন (৫০)।
যার কারণে গ্রামের শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে যায়। ওই সময়ে স্থানীয়রা প্রতিবাদ করার এক পর্যায়ে সেলিম হোসেন, তার ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও ইকবাল হোসেন (২০), সেলিম হোসেনের ভাই হাসানুজ্জামান (৩৫) সহ বহিরাগত ১০/১২ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে প্রকাশ্য দেশীয় অস্ত্র-সন্ত্র দিয়ে জাহিদ, সরোয়ার, লিটন ও রহিমা খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে। এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান। তিনি পরিস্থিতি শান্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 8,587,533 total views, 4,219 views today |
|
|
|