আগস্ট ২৭, ২০২২
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জাভিদ রায়হান লাকি (৪৫) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মানস কুমার মÐল জানান, জাভিদ রায়হান লাকি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ আগষ্ট তিনি কারাগারে আবারো হৃদরোগে আক্রান্ত হলে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া তিনি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে তিনি চিৎিসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনির চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিআর গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন অপর দুটি মামলার আসামী জাভিদ রায়হান লাকির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 8,580,075 total views, 7,845 views today |
|
|
|