আগস্ট ১, ২০২২
কলারোয়ার মাল্টা ড্রাগন গ্রীষ্মকালীন টমাটো চাষ দেখতে ভ্রমণে এলেন খামার বাড়ি মেহেরপুর কৃষক টিম
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার মাল্টা ড্রাগন গ্রীষ্মকালীন টমাটো নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যান্য কৃষি চাষাবাদের তুলনায় এ ধরনের নতুন সম্ভাবনার ফসল চাষ করে কলারোয়ার ২০ শতাংশ চাষির অর্থনৈতিক সফলতা ফিরেছে। কলারোয়ার এ মাল্টা, ড্রাগন গ্রীষ্মকালীন টমাটো চাষ দেখতে “বৃহত্তম কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়” ৩০ জনের একটি টি ৫ কৃষক উদ্বুদ্ধকরন ভ্রমণ করেছে।
এ সময় তারা কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের আক্তারুল ইসলামের মাল্টা বাগান, যুগীখালী ইউনিয়নের কামারালী মাঠের টমাটো এবং যুগীখালী ইউনিয়ন তরুলিয়া মাঠের তরুণ উদ্যোগতা শাহীনুজ্জামানের ড্রাগন বাগান পরিদর্শন করেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সামছুল আলম বলেন, কলারোয়া উপজেলায় নতুন সম্ভাবনাময় ফসলের মধ্যে অন্যতম মাল্টা ড্রাগন ও মাচা পদ্ধতিতে গৃষ্মকালীন বারি ৮ জাতের টমাটো চাষ। মেহেরপুরে এখনো এ ধরনের ফসলের আবাদ শুরু হয়নি তবে কৃষদের সঙ্গে মতবিনিময়ে ভ্রমণে আসা কৃষক ও আমরা জেনেছি সম্ভাবনাময় এসব ফসল সময় উপযোগী বাণিজ্যিক ক্ষেত্রেও লাভজনক। তরুলিয়া এলাকার তরুণ উদ্যোক্তা শাহিনুজ্জামান এর ২০ বিঘার ড্রাগন চাষে সফলতা ভ্রমণে আসা চাষিরা দেখে মেহেরপুরে চাষাবাদ করতে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন।
8,581,540 total views, 9,310 views today |
|
|
|