নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস কুল্যা শাখা অফিসে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সাস্টেনেইবল এন্টারপ্রাইজ প্রকল্পের মাছ চাষী উদ্যোক্তাদের অংশ গ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, প্রকল্প ব্যবস্থাপক শাহ আলম, মৎস্য কর্মকর্তা রিপন হোসেন, পরিবেশ কর্মকর্তা সুজন মাহমুদ, রিজওনাল ম্যানেজার আব্দুল হান্নান। আশাশুনি উপজেলার ৪টি অফিসের ২৫ জন উদ্যোক্তার অংশ গ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহার পদ্ধতি ও উন্নত প্রযুক্তি ব্যবহারে উপকারিতাসহ বিভিন্ন নিয়ে আলোচনা করা হয়।