Site icon suprovatsatkhira.com

৫৪৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম বকুল বিশ্বাস (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে আলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব ফোর্সেস দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইফুল ইসলাম বকুল বিশ্বাসকে আটক করে। পরে জব্দকৃত আলামতসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version