নিজস্ব প্রতিনিধি : শ্রী কৃষ্ণের ৫৩৪৮তম আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাডাত্রার উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় মহাপ্রভু সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যাপক (অবঃ) ভূধর চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সুব্রত ঘোষ, সমীর কুমার বসু, তপন হালদার, বলাই দে, প্রশান্ত গাইন প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর রায়। এসময় হিন্দু ধর্মালম্বী কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন।