Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা, শোক পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয় এবং খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।

পরে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সকল প্রোগ্রামে অংশ গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, মো. রাশেদুজ্জামান রাশি, অফিস সহকারি মো. কামরুল ইসলাম, যুব প্রধান ভারপ্রাপ্ত মো. ইলিয়াস হোসেন প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version