Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ৮দলীয় পদ্মা সেতু ফুটবল টুর্নামেন্টে শিয়ালডাঙ্গা এসডি যুব সংঘ চ্যাম্পিয়ন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে ভাঁদড়া ফুটবল মাঠে ভাঁদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অর্থায়ণে ভাঁদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের সভাপতি মাস্টার রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত, জাতীয় ক্রীড়া ভাষ্যকর আলফাজ উদ্দীন আহমেদ, ক্রীড়া ও আন্তর্জাতিক জ¦ালানী বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার খন্দকার সালেক সুফি, জাতীয় ক্রীড়া ভাষ্যকর মো. সামসুল ইসলাম, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ গর্ভণিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম, প্রভাষক সুকুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ। ভাঁদড়া ফুটবল মাঠে ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় টাউন শ্রীপুর দেবহাটা বনাম শিয়ালডাঙ্গা এসডি যুব সংঘ। খেলায় শিয়ালডাঙ্গা এসডি যুব সংঘ ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সেরা গোলদাতার পুরস্কার প্রদান করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম সুশান্ত।

খেলার রেফারীর দায়িত্ব পালন করেন নাসির উদ্দীন। বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে ভাঁদড়া ফুটবল মাঠে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী উপভোগ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version