আগস্ট ১৮, ২০২২
সাতক্ষীরার শ্যামনগরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: বৈদ্যুতিক তারে জড়িয়ে মোঃ শোকর আলী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর ছেলে। নিহতের সহকর্মী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্মানাধীন বহুতল ভবনের ৪ তলার ব্যালকনি প্লাষ্টারের জন্য ভারা তৈরীর কাজ করছিলেন শোকর আলী। এসময় ভবনের সামনের সড়কের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের মেইন লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। উপস্থিত সকল শ্রমিকরা কৌশলে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। আক্তার হোসেন ও আব্দুর রহিমসহ স্থানীয়রা জানান, নির্মানাধীন ভবনের ব্যালকনি রাস্তার উপরে চলে এসেছে। অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারণে রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর মৃত্যু হয়েছে। তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। নির্মানাধীন ভবনের মালিক ওমর আলী জানান, রেকর্ডি জায়গায় তিনি বিল্ডিং নির্মাণ করছেন। প্রায় তিন ফুট দুরত্বে রয়েছে বিদ্যুৎ এর তার। শোকর আলী অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। 8,590,489 total views, 7,175 views today |
|
|
|