Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার এসপি হিসেবে নিয়োগ পেলেন কাজী মনিরুজ্জামান

সুপ্রভাত ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী মনিরুজ্জামান। তিনি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পাশাপাশি আরও ১০ এসপিকে বদলির আদেশ দেওয়া হয়েছে। যার মধ্যে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)-কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগ দেওয়া হলো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version