নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ধুমঘাটের অন্তাখালিতে সন্ত্রাসী হামলায় নরেন্দ্র মুÐার মৃত্যু ও তিন নারী জখম হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত চার সন্ত্রাসীর প্রত্যেককে কারাফটকে এক দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত এর বিচারক রাকিবুল ইসলাম মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন মলি¬কের সাত দিনের রিমাÐ আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।
এদিকে নরেন্দ্র মুÐাকে হত্যার প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৫টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সংগঠণটির জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক গণেশ মািির্ডর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠণিক সম্পাদক বিমল রাজোয়ার, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভুতি ভূষন মাহাতো, নরেন চন্দ্র পাহান, চাপাই নবাবগঞ্জ জেলা কমিটির সভানেত্রী বিচিত্রা তির্কী, জাতীয় আদিবাসী পরিষদের রংপুর জেলা কমিটির আহবায়ক বিমল খালকো, নাটোর শাখার সহসভাপতি প্রতাপ সিংহ, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান ও সামসের সমন্বায়ক রামপ্রসাদ মুÐা প্রমুখ।
রামপ্রসাদ মুÐা, গোপাল মুÐা, সনাতন মুÐা, প্রশান্ত মুÐা, অনাথ মÐল প্রমুখ।
রিমাÐ মঞ্জুর হওয়া আসামীরা হলেন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আলমগীর গাজীর ছেলে নুর হোসেন(২৬), তার ভাই নূর মোহাম্মদ(২২), পাতড়াখোলা গ্রামের আকবর আলীর ছেলে আক্কাস আলী আব্বাস ও একই গ্রামের ছুন্নত গাজীর ছেলে রাশিদুল গাজী।
মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের মুÐা পাড়ায় শ্রীফলকাটি গ্রামের গফুর সরদারের ছেলে রাশেদুল ইসলাম ও এবাদুল ইসলামের নেতৃত্বে ২০ আগষ্ট সকালে দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। মুল¬ুক চাদ মুÐার দেড় বিঘা জমিতে লাগানো ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চাষ করে নষ্ট করে দেয়। বীজতলা নষ্ট ও বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় তিন নারী ও এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
২১ আগষ্ট বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুÐা মারা যায়। এ ঘটনায় ফণীন্দ্র মুÐা বাদি হয়ে শনিবার ২২ জনের নাম উলে¬খসহ অজ্ঞাতনামা ১৭০ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতে ও শনিবার সকাল নূর হোসেন, নূর মোহাম্মদ , আক্কাজ আলী আব্বাস ও রাশিদুল গাজীকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাÐ আবেদন করেন। মুÐাদের সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে দখল করার চেষ্টা ও নরেন্দ্র মুÐাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিভিন্ন মানবাধিকার ও সামজিক সংগঠণ ক্ষোভে ফেটে পড়ে। তারা সাতক্ষীরা ও শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন কুমার মলি¬ক গ্রেপ্তারকৃত চার আসামীর এক দিন করে কারাফটকে রিমাÐ মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।