সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মজায় ইংরেজি শেখা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মজায় মজায় ইংরেজি শেখা প্রশিক্ষণ ও ৪টি ক্লাব গঠন করা হয়েছে। কলবাড়ি নেকজানিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। প্রশিক্ষণ কার্যক্রম শেষে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব ও ভলান্টিয়ার ক্লাব গঠন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্লাবের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের উপদেষ্টা করে শিক্ষার্থীদের মধ্যে থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সদস্য নির্বাচন করা হয়েছে। ৪টি ক্লাবের সদস্যরা প্রতি মাসে আলোচনা সভা করে তাদের কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা হয়েছেন ইংরেজি শিক্ষক সালাউদ্দীন আল গালীব, ডিবেট ক্লাবের উপদেষ্টা হয়েছেন সহকারী শিক্ষক মাধবী রানী মন্ডল, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা হয়েছেন সহকারী শিক্ষক প্রভাত কুমার মন্ডল ও ভলান্টিয়ার ক্লাবের উপদেষ্টা হয়েছেন নিমাই চন্দ্র মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ভাব বাংলাদেশের শ্যামনগরের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। সমগ্র প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর আলিম খান।