নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় ফলদ বৃক্ষ বনায়নের লক্ষে কদবেলের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৪ টায় এ চারা বিতরণ করা হয়।
বুধহাটা ইউনিয়নের বুধহাটা পশ্চিমপাড়ার কদবেল গ্রাম পরিচয় ফুটিয়ে তুলতে কৃষি বিভাগ চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
“ক্লাইমেট-স্মার্ট” প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এলাকার ১০০ পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে দু’টি করে মোট ২০০ কদবেলের চারা বিতরণ শেষে চাষীদের মাঝে বিশেষ ব্রিফিং প্রদান করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।