Site icon suprovatsatkhira.com

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপনে তালায় প্রস্তুতি সভা

তালা প্রতিনিধি : মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা- প্রতিপাদ্য ¯েøাগানকে সামনে রেখে আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার’র কক্ষে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। উপজেলা মহিলা বিষয় অফিসার নাজমুন নাহার’র সঞ্চালনায় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, অধ্যক্ষ এনামুল ইসলাম, সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, আনসার ভিডিপি অফিসার তহমিনা খাতুন ও ইউআরসি ইন্সটেক্টর আবু তাহের প্রমুখ বক্তৃতা করেন।

এসময় পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয় অফিসার নাজমুন নাহার জানান, এবছর’র ৭ ও ৮ আগস্ট তালায় ২দিন ব্যাপী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচী পালিত হবে। কর্মসূচীর মধ্যে ৭ আগস্ট রচনা প্রতিযোগিতা, ৮ আগস্ট সকালে র‌্যালি শেষে ৭জন দুস্থ ও অসহায় দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন প্রদান এবং ৪ জন দরিদ্র মহিলাকে আর্থিক সহযোগিতা প্রদান করা সহ উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মসূচীতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version