Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা কলেজে উত্তরণের পরিচালকের সাথে মতবিনিময় সভা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শিক্ষার্থী ও তালার বেসরকারি সংস্থা উত্তরণের পরিচালকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজের ২০৬ কক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগরে সিনিয়র প্রভাষক মো: নাজমুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলার স্বনামধন্য এনজিও উত্তরণের পরিচালক মো: শহিদুল ইসলাম, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ফকির আহমেদ শাহ, দর্শন বিভাগের অধ্যাপক সরদার রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা বেশি বেশি করে বই পড়বে। শুধু সিলেবাসের বই নয় সাইন্স ফিকশান, এডভেনচারাস জার্নি, মনীষীদের জীবনী বই পড়লে ইনটেলেকচুয়াল ক্যাপাসিটি বাড়ে।

আমাদের এলাকার সমস্যা হল মানুষ বই পড়তে চাই না। তোমরা বড় ও সুখী হতে চাইলে জীবনে বাসনা কমাবে। আমি জীবনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে টিকে আছি। আমি ছাত্র জীবন থেকে মায়ের অনুপ্রেরণায় সমাজে বিভিন্ন অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য সংগ্রাম করে বড় হয়েছি। এখনও সমাজ পরিবর্তনের জন্য লড়াই করে যাচ্ছি। তোমরাও এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। মনে রাখবে রাজরোষ বজ্র-বিস্ফোরণের চেয়ে বেশি শক্তিশালী। এছাড়া তিনি তার বক্তব্যে আরো বলেন, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা, লবণাক্ততা, নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগে কবলিত অসহায় মানুষদের পাশে ইমিডিয়েট স্টেপ নেয় উত্তরণ সংস্থা। আলোচনা সভা শেষে তিনি কলেজের লাইব্রেরি পরিদর্শন শেষে লাইব্রেরির শ্রী বৃদ্ধি ও উন্নত মানের লাইব্রেরি স্থাপনে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় কলেজে ক্যাম্পাসে তিনি একটি জলপাই গাছ রোপণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version