Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীনের দাফন সম্পন্ন

পাটকেলঘাটা প্রতিনিধি : ১৯৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক গাজী রইচউদ্দীন ২১ আগস্ট রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার (২২ আগস্ট) সকালে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার জানাজা নামাজে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, আ’লীগ নেতা বিশ্বাস আতিয়ার রহমান, মাও. আবু মুছা, মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, মাও. রেজাউল করিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে তৈলকুপি গ্রামের গাজী রইচউদ্দীন ও আব্দুল্লাহ বিশ্বাসের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান গাজী রইচউদ্দীন মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় অনুতপ্ত ও ব্যথিত তিনি। তিনি আরও বলেন, আমি বার বার তাকে পরামর্শ দিয়েছি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কিন্তু কর্মকর্তারা তা করেননি। অবশেষে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সবশেষে অতিথিবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version