Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি শুরু

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশান কেন্দ্রে নকলমুক্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে সকাল ১০টায় শুরু হয় ২ ঘন্টার পরীক্ষা। এতে ৩৭ জন ছাত্র ও ১১ জন ছাত্রী অংশ নেয়। এছাড়া বিকালের পরীক্ষায় ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। যার মধ্যে ৪২জন ছাত্র ও ১৭ জন ছাত্রী অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

পরীক্ষার সমন্বয়কারী ছিলেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠিত পরীক্ষা নকলমুক্ত, সুন্দর পরিবেশ সকালের পরীক্ষা সম্পন্ন হওয়ায় কর্তৃপক্ষকে সকলে ধন্যবাদ জানান। পরবর্তী পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সকালের সহযোগিতা কামনা করেছেন পরীক্ষা বাস্তবায়ণ কর্তৃপক্ষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version