সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলার দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট স্কুল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে পৃথক পৃথকভাবে বিশেষ ক্লাস পরিচালনা করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম (পিপিএম)।
তিনি বলেন, মেধা জন্মগত ভাবে কেউ পায়না, চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে মেধা বিকশিত হয়। এজন্য চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের মধ্যে স্বপ্ন পুরন করতে হবে। সুপার কম্পিউটারের চেয়ে মানুষের মস্তিস্ক ১০ লক্ষ গুণ বেশী ক্ষমতা সম্পন্ন। অসৎ সংগ ও মন্দ চিন্তা ত্যাগ করে মস্তিস্ককে লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারলে মেধা সম্পন্ন হয়ে লক্ষ্যে পৌছানো সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ছেলেমেয়েদের পিতা মাতা অপার ভালবাসায় সন্তানদেরকে গড়ে তুলতে চান। তাদের দীর্ঘদিনের ভালবাসাকে উপেক্ষা করে মাত্র ১/২ বছরে ভালবাসাকে প্রাধান্য দিয়ে যেসব ছেলেমেয়ে ভিন্নপথে হাটে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভলা থাকে। এদের অধিকাংশই এক সময় বিভেদ ও ছাড়াছাড়ির শিকার হয়। আত্মহত্যা বা হত্যার মত ঘটনাও ঘটে থাকে। তাই স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা মাথায় আনা যাবে না।
পৃথক দুটি ক্লাসে উপস্থিত ছিলেন কলেজিয়েটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, সহকারী শিক্ষক আসাদুজ্জামান মুকুল, পরিচালনা কমিটির সদস্য হাফেজ শেখ আসলাম আলী, শাহনুর জামান, মেহদী হাসান, শেখ তারুন হোসেন, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল, সহকারী শিক্ষক আবুল হাসান, মুজিবুর রহমান, আনসার উজ্জামান, তারাপদ সরদার, সুবোধ চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ কুমার মন্ডল, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, দেবজানি কবিরাজ, আজিজুর রহমান প্রমুখ।