Site icon suprovatsatkhira.com

তালায় কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা: পরিবারের ভিজিডি কার্ড বাতিল!

তালা প্রতিনিধি : তালায় ১২ বছর ৯ মাস ২৫ দিন বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাল্য বিবাহ সংঘঠিত হবার পর উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হয়ে বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সাথে ওই পরিবারের ভিজিডি কার্ড বাতিল করা হয়েছে। শনিবার (২০ আগষ্ট) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ^াস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ জারী করেন। একই সাথে নিষেধাজ্ঞা ভঙ্গ করে আবারও বিয়ের চেষ্টা করলে ৬ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করার আদেশ দেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বৃহস্পতিবার রাতে তালা উপজেলার শুভাষিনী গ্রামের ১২ বছর ৯ মাস ২৫ দিন বয়সী এক কিশোরীর বিয়ে হয় পাশর্^বর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। এ সংবাদ পেয়ে শুক্রবার ছেলের বাড়িতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে আনা হয়। তবে এসময় বিয়ের কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। এদিকে শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস তার কার্যালয়ে ওই কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন এবং পরিবারের ভিজিডি কার্ড বাতিল করা হয়। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে বলে জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version