Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় যশোর সাতক্ষীরা মহা সড়কে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ায় বিপাকে পথচারী

আব্দুস সালাম ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদরে ঝাউডাঙ্গায় যশোর সাতক্ষীরা মহা সড়কে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (৪ই আগস্ট) সকাল ১০ সময় ঝাউডাঙ্গা যশোর সাতক্ষীরা মহা সড়কে রাস্তা সংস্কারের কাজের নানান অনিয়ম চোখে পড়ার মতো। অনুসন্ধানে জানাযায় সড়ক জনপথ ও ঠিকাদার প্রতিষ্ঠান গাফিলতির কারণে বিভিন্ন সমস্যার ভুগছেন প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যাতায়াত কারী পথচারী সহ ব্যাসায়ীরা। অনুসন্ধানে আরো জানা যায় মাত্র এক কিলোমিটার রাস্তা মেরামত করতে সময় নিচ্ছে ৬ থেকে ৭ মাস।এ বিষয়ে ঝাউডাঙ্গা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী তপনকুমার বলেন সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে আমাদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে। মাত্র এক কিলোমিটার রাস্তা মেরামত করতে সময় দিচ্ছে দিনের পর দিন।

কোন কারণ ছাড়াই তারা (সড়ক ও জনপথ বিভাগ) ভোগান্তি সৃষ্টি করছে। বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয়। আর রোদ উঠলে প্রচুর ধুলা হয়। যার কারণে ব্যবসায়ীরা ঠিকভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করতে পারে না এমনটাই জানালেন। ঝাউডাঙ্গা বাজারে শরিফুজ্জামান (বাবু ) তিনি বলেন আমরা রাস্তার পাশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধুলোবালির কারণে আমাদের শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে তাছাড়া আমাদের প্রতিষ্ঠানের মালামাল ধুলোবালির কারণে নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে আমরা অতি দ্রæত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন তাদের এসকল সমস্যার কথা বারবার বলা হলেও তারা কোন মূল্যায়ন করেনি। রাস্তা সংস্কারের সময় রাস্তায় পানি ঠিকমতো ব্যবহার করেনি দিনে একবার অথবা দু বার পানি ব্যবহার করেছে বর্ষা মৌসুমে বৃষ্টি না হলে ধুলোবালির কারণে ভারি যানবাহন চললে মনে হয় কুয়াশা হয়েছে কিছুই দেখা যায় না তাছাড়া ছোট-বড় দুর্ঘটনা তো আছেই গেল কয়েকদিন আগে ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তা তৈরির পাথরের আঘাতে তিনজন মটর সাইকেল আরোহী আহত হয়েছিল এ সকল ভোগান্তি থেকে রেহাই পেতে চাই।

এ বিষয়ে সাতক্ষীরা যশোর মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বলেন, বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব। মাত্র ১ কিলোমিটার রাস্তা সংস্কার করতে সময় নিচ্ছে ৬-৭ মাস। সময় লাগার কথা ছিল মাত্র কয়েক দিন। বৃষ্টি আসলেই এই রাস্তায় প্রায় ছোট খাটো দূর্ঘটনার স্বীকার হয়। প্রচন্ড কাদা ও পিছিল হয় বৃষ্টি কারণে। কী কারণে তারা এই রাস্তা মেরামত করার জন্য দিনের পর সময় নিচ্ছে সেটা আমাদের জানানেই। এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালের কাছে মুঠোফোনে রাস্তার সংস্কারের বিষয় জানতে চাইলে তিনি বলেন বর্ষাকালে আমরা বিটুমেনের কাজ করি না সে কারণে রাস্তা তৈরি কাজ বন্ধ আছে। আর এক প্রশ্নের জবাবে রাস্তার ধুলাবালি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বর্ষাকালে রাস্তায় কোন ধুলাবালি হয় না। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা সহ পদচারীরা ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন যাহাতে অতি সত্বর এই রাস্তা সংস্কার হয় এ দাবি জানিয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version