আগস্ট ২৫, ২০২২
কয়রায় সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচনের যাচাই বাচাই সম্পন্ন
কয়রা (খুলনা) প্রতিনিধি : ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর কয়রা উপজেলার ৭টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক হিসাবে দুর্যোগকালীন সময় ভাল কাজ করার জন্য ২ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত বিষয় যাচাই বাচাই সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সিপিপির উপ-পরিচালক মামুনর রশিদ, কয়রা উপজেলা সিপিপির টিম লিডার আব্দুল্যাহ আল মামুন লাভলু, পাইকগাছা উপজেলা সিপিপির টিম লিডার আব্দুল আল মামুন কয়রার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ সিপিপির বিভিন্ন ইউনিটের সদস্যরা। যাচাই বাচাই সম্পন্ন করার পর পুরুষ কোটায় দক্ষিন বেদকাশি ইউনিয়নের জোড়শিং ইউনিটের মোঃ বিল্লাল হোসেন ও মহিলা কোটায় কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা ইউনিটের নারী নেত্রী মুর্শিদা খাতুন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়। নির্বাচিত সিপিপির ২ জন সদস্যদেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এদেরকে নগদ অর্থ ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হবে। 8,411,947 total views, 100 views today |
|
|
|