আগস্ট ২৭, ২০২২
কয়রায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গত একযুগেও কয়রার রাস্তাঘাটের কোনো সংস্কার হয়নি। কপোতাক্ষ নদের বেড়িবাঁধ রক্ষায় এগিয়ে আসেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে অবহেলিত কয়রাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো বাস্তবায়িত করা হবে। কয়রার এই অবহেলিত মানুষগুলোর আজকের আওয়ামী বিরোধী ¯েøাগান বলে দিচ্ছে সরকার বিরোধী আন্দোলনের সূচনা হবে ইনশাআল্লাহ। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শনিবার বিকাল ৪ টায় কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির আহŸায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহŸায়ক আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহŸায়ক শেখ আবু হোসেন বাবু। কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক নুরুল আমিন বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক খান জুলফিকার আলি জুলু, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান, মো. শাহাদাৎ হোসেন ডাবলু, মো. আরিফুর রহমান, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মো. রফিকুল ইসলাম বাবুু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, কৃষকদলের জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, জাসাস’র জেলার সভাপতি মো. শহিদুল ইসলাম, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দল জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কয়রা উপজেলা বিএনপি নেতা মাওলা বকস, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্ট, এমএ হাসান, অ্যাড. শেখ আঃ রশিদ, অ্যাড. মঞ্জুর আলম নান্নু, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম প্রমুখ। 8,411,953 total views, 106 views today |
|
|
|