কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে কোটি টাকা মূল্যের ১০০ গ্রাম ওজনের এক বোতল তরল মাদক এলএসডি ও ২০ বোতল ফেন্সিডিল, ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ভারতীয় অফিসার্স মদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এসব অভিযানে দুইজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনের আলামত মোটরসাইকেল গামছা প্যাকেট জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে রায়টা ঝাউডাঙ্গা বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে কলারোয়া থানা পুলিশ ও বিজিবি।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, ঝাউডাঙ্গা বিশেষ বিজিবি (৩৩/ডি কোম্পানী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রায়টা বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলার আলাইপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪৩) কে ৮০ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম ওজনের এক বোতল এলএসডি ও ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় বিজিবির (৩৩/ডি কোম্পানী) পক্ষ থেকে নায়েক মিজানুর রহমান বাদী হয়ে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়াও কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩(তিন) বোতল ভারতীয় মদ সহ ০২(দুই) জন আসামী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২(দুই) জন আসামীসহ সর্বমোট ০৪(চার) জন আসামী গ্রেফতার করা হয়।
১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামি হলো কেরেলকাতা ইউনিয়নের পূর্ব কোটা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মাহাথির মোহাম্মদ(২১) ও ০৩(তিন) বোতল ভারতীয় মদ সহ কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আমিরুল গাজীর ছেলে ইকরামুল হোসেন গাজী(১৯), কামারালী গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মৃত ইয়াছিন আলী সরদারের ছেলে আব্দুল মান্নান ও দেয়াড়া গ্রামের মৃত ইউসুফ গাইনের ছেলে সাত্তার গাইনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।