আগস্ট ২২, ২০২২
কলারোয়ায় দফাদার ও মহল্লাদারদের নতুন পোশাকসহ সরঞ্জামাদি প্রদান
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি পেয়ে খুঁশি সাতক্ষীরা কলারোয়ার ইউনিয়ন পর্যায়ের নারী-পুরুষ দফাদার ও মহল্লাদারেরা। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নে দায়িত্ব পালনকারী ১১৯ জন দফাদার ও মহল্লাদারের মাঝে নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদি বিতরণ করেন।
বিতরণকৃত নতুন পোশাকসহ ১৯ ধরনের সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১১৮টি ফুল টি শার্ট, ১১৮ হাফ শার্ট, ফুল প্যান্ট ২৩৬টি, শার্টের সোল্ডার ২৪ জোড়া, শার্টের সোল্ডার ২১২টি, কাপড়ের জুতা ১১৯ জোড়া, বেল্ট ১১৯টি, শাড়ি ২টি, বøাউজ ২টি, পেডিকোট ২টি, জ্যাকেট ১১৮ টি, উলের জামা ১১৮ টি, লাইনার বাঁশি ১১৯টি, চার্জার টর্চলাইট ১১৯ টি, বেতের লাঠি ১১৯ টি, মাথার ক্যাপ ১১৯টি, ছাতা ১১৯ টি, কর্ডিগান মহিলা ২টি ও রেইনকোট ১১৯ টি। 8,579,462 total views, 7,232 views today |
|
|
|