আগস্ট ২৭, ২০২২
ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক ওয়াস মেলা
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি কর্র্র্র্তৃক আয়োজিত হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) সহযোগিতায় ওয়াস এসডিজি প্রকল্পের আওয়াতায় আল্লাহর দান স্যানিটারি, খড়িবিলা, সাতক্ষীরাতে ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক মেলার আয়োজন করা হয়। শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠেয় মেলা উপলক্ষে ওয়াস সচেতনতা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরমোহাম্মদ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন হালিমা খাতুন ও আনিছা খাতুন। ওয়াস মেলায় ওয়াস বিষয়ক ছবি গ্যলারী, স্বাস্থ্য সম্মত টয়লেট ও ওয়াস পণ্য উপস্থাপন করা হয়। মেলায় ওয়াস বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে উন্নত স্যানিটেশন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কণ, ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শুরুতে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মাকেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। 8,768,843 total views, 566 views today |
|
|
|