নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা থেকে এবারই প্রথম সরকারি ভাবে ধান ও শস্য বীজ সংগ্রহ করা হচ্ছে। এবছর উপজেলার বিভিন্ন চাষীর নিকট থেকে ৫ টন ধান বীজ ও ২৬৫ কেজি শস্যবীজ সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান জানান, তৃণমূল পর্যায়ের চাষীদের নিকট থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা শেষে গ্রহণযোগ্যতা অর্জন করলে সেই বীজ প্রয়োজনমত পাঠানো হবে।
আশাশুনি থেকে ব্রিধান ৯৯, ৮৮, ৬৭ ও বিনা ধান ১০ এর ৫ টন বীজ সংগ্রহ করা হবে। এছাড়া সরিষা বীজ সংগ্রহ করা হবে ২৬৫ কেজি। ৯টি নমুনা সংগ্রহ করে বীজ প্রত্যায়ন এজেন্সিতে পাঠানো হয়েছিল। যার মধ্যে ৭টি নমুনা গ্রহনযোগ্যতা অর্জন করেছে। ধান বীজ নমুনা দ্রæতই পাঠানো হবে। পরীক্ষার পর গৃহীত হলে বিএডিসি’র কাছে ৫ টন ধান বীজ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, চাষী পর্যায়ে বীজ সংগ্রহের কারণে চাষীরা উপকৃত হবে এবং বীজের চাহিদাও পূরণ হবে। সাথে সাথে কৃষক, কৃষি অফিস ও বিএডিসি’র মধ্যে সংযোগ সৃষ্টি হবে।