সমীর রায়, আশাশুনি : দরিদ্রদের জন্য কর্ম সৃজন কর্মসূচি পুনরায় চালু ও ভিজিএফ’র সংখ্যাবৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন, উপক‚লীয় অঞ্চল সাতক্ষীরা জেলার চরম ঝুঁকিপূর্ণ উপজেলা আশাশুনি উপজেলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার মানুষ দারিদ্র্য সীমার নীচে কষ্টকর জীবন যাপন করে থাকে। এখানকার বেশীর ভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত। মানুষ মাছ চাষ ও মাছ ক্রয়-বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকে। বেড়ী বাঁধ ভেঙে ও বৃষ্টির কারণে প্লাবিত হয়ে প্রতিবছর মানুষ খাদ্য ও অর্থ কষ্টে ভুগে থাকে। এলাকার রাস্তাঘাট প্রতি বছর নষ্ট হয়ে যায়।
এলাকার দারিদ্র্যপীড়িত এসব মানুষ নষ্ট রাস্তার ছোটখাট সংস্কার কাজ, রাস্তার পাশে মাটির কাজ, জরুরী প্রয়োজনে মাটির কাজসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। ফলে এলাকার দুর্গতি লাঘব ও কাজের বিনিময়ে মজুরি পেয়ে সংসার নির্বাহের সুযোগ পেয়ে থাকে। অথচ পরিসংখ্যান অফিসের ভুল তথ্যে সাতক্ষীরা জেলাকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হিসাবে বিবেচনা করে দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি বন্ধ করা এবং ভিজিএফ এর বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নে ৭০০০ এর স্থলে মাত্র ৬৯৪ জনকে ভিজিএফ এর চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ ৯০% বরাদ্দ কমিয়ে মাত্র ১০% অসহায় হতদরিদ্রদেরকে ভিজিএফ বরাদ্দ রাখা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উপক‚লীয় দুর্যোগ প্রবণ এলাকার অসহায় মানুষের রক্ষায় পূর্বের ন্যায় কেবল নয় বরং আরও বেশী মানুষকে প্রকল্পের আওতায় সামিল করার জোর দাবী জানান। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।