Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা, পিআইও সোহাগ খান, মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, সমবায় অফিসার তানভীর হোসেন, মৎস্যজীবি প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ।

সভায় সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কালীন সময়ে ভিজিএফ গ্রহনকারী নিবন্ধিত জেলেদের তালিকা করা হয়। উপজেলার ১১ ইউনিয়নে ৪ হাজার ৫ শত ৫৫ জন জেলেকে ভিজিএফ এর চাউল প্রদান করা হবে। জেলেদের মধ্যে শোভনালী ইউনিয়নে ৩৫৫ জন, বুধহাটা ইউনিয়নে ৩৪১ জন, কুল্যা ইউনিয়নে ৪৭৭ জন, দরগাহপুর ইউনিয়নে ২৩৯ জন, বড়দল ইউনিয়নে ২৫৪ জন, আশাশুনি সদর ইউনিয়নে ২০২ জন, শ্রীউলা ইউনিয়নে ২৪৬ জন, খাজরা ইউনিয়নে ৩৬৭ জন, আনুলিয়া ইউনিয়নে ১৯৭ জন, প্রতাপনগর ইউনিয়নে ১৪৮৯ জন ও কাদাকাটি ইউনিয়নে ৩৮৮ জন জেলেকে তালিকাভুক্ত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version