আগস্ট ১৬, ২০২২
স্যানিটেশন ও পানি উদ্যোক্তাদের প্রযুক্তি বিষয়ক ফলোআপ প্রশিক্ষণ
![]() প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (১৬ আগস্ট) সাতক্ষীরা পৌরসভার স্যানিটেশন ও পানি উদ্যোক্তাদের পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি বিষয়ক ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিশুদ্ধ পানির উৎস, পানি দূষিত হওয়ার কারণ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রশিক্ষণে বায়ো স্যান্ড ফিল্টার প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষনার্থীরা বায়োস্যান্ড ফিল্টার তৈরি ও কমিউনিটির মানুষ যাদের বিশুদ্ধ পানির প্রাপ্যতা নেই মাঝে প্রচার ও প্রসার নিয়ে বিস্তারিত কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন এইচপি- সাতক্ষীরা ফিল্ড অফিসের টাউন কোঅর্ডিনেটর মৃণাল কান্তি সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। তাছাড়া প্রশিক্ষণে ব্যায়ো স্যান্ড ফিল্টার নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোস্তাক আহমেদ সিদ্দিকী। প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলার নূরজাহান বেগম, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা সমবায় অফিসের প্রতিনিধি শেখ মিজানুর রহমান। ওয়াস উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আল আমিন, মো. আলিম, মনিরা খাতুনসহ অন্যান্য। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। 5,927,093 total views, 502 views today |
|
|
|