দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুমা ইয়াসমিনের ছোট ভাই মো. শহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। তিনি সাতক্ষীরা শহরের পারকুখরালী এলাকার নেয়ামদ্দীন সরদারের ছোট ছেলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।
শনিবার সকাল ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সুপ্রভাত পত্রিকা পরিবারের সদস্যরা।