Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরয় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল ফাইনালে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, রমেশ কুমার সরকার, মুকুল হোসেন, আবুল হাসান প্রমুখ।

ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম জি-ফুল বাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসা। খেলায় উভয় দল নির্ধারিত সময়ে কোন গোলের দেখা না পেলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে জি-ফুল বাড়িয়া দরগাহ শরীফ আলিম মাদ্রাসাকে ৭-৬ গোলে গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল। দ্বিতীয় সেমিফাইনাল খেলার নির্ধারিত সময়ে উভয় দল কোন গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইবেকারে। টাইবেকারে ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল ৫-৪ গোলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। গাভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম ভাঁলুকা চাঁদপুর মডেল হাইস্কুল’র মধ্যকার ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version