আগস্ট ২৫, ২০২২
সাতক্ষীরা সীমান্তে ১৯ পিস স্বর্ণের বার জব্দ
নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত স্বর্ণের বার গুলো জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭/৫৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারীরা স্বর্ণের বারের প্যাকেটটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটটির ভিতরে তল্লাসী চালিয়ে ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এর মধে ১৪ পিস স্বর্ণের বার বড় ও বাকী ৫ পিস স্বর্ণের বার ছোট। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 8,276,575 total views, 11,004 views today |
|
|
|