Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের আমতলা গণমুখী সংঘের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারুকুজ্জামান ভুট্টো। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শেখ রাজিবুল ইসলাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যাকির হোসেন,পৌর শাখার সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, শেখ জিল্লুর রহমান, শাহাদাত হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি সাতক্ষীরা শহরের আমতলা গণমুখী সংঘের সামনে থেকে বের হয়ে শহরের নারকেল তলা মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে ফেষ্টুন ও কবুতার উড়িয়ে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version