ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার সময় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ওয়াপদা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দল আহŸায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা অ্যাড. এবিএম সেলিম, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায়। আর তাই বিএনপিকে মাঠে দেখলেই তারা হামলা করে। রাজপথে বিএনপির গণতান্ত্রিক দাবির মিছিলে গুলি করে হত্যা করা শুরু করেছে। যা খুবই লজ্জাজনক। ইতিহাস সাক্ষী রাজপথে মিছিলে গুলিতে হত্যা করে কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। (প্রেস বিজ্ঞপ্তি)।