Site icon suprovatsatkhira.com

সাগরে ঝড়ের কবলে পড়া ৫৮ জেলে উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগের কবলে পড়া ৪টি ফিসিং ট্রলারসহ ৫৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের বন-কর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ। পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ১৮ অগাস্ট বৃহস্পতিবার দুর্যোগের কবলে পড়ে ৪টি ট্রলারসহ ৫৮ জেলে। এসব জেলেকে শনিবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভায়রণ্যে ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়।

জেলেদের বক্তব্য অনুযায়ী তাদের ৪টি সাগরগামী ফিসিং ট্রলার উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেওয়া হয়। এমনকি তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহায়তা করে বন বিভাগের সদস্যরা। আবহাওয়া অনুকুলে আসলে ফিসিং ট্রলারসহ উদ্ধার করা জেলেদেরকে খুলনা রেঞ্জের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান তিনি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, দুর্যোগের কবলে পড়া সাগরের জেলেদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষনিক বন কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। বন-কর্মীরা ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে। পরবতীতে পরিবেশ অনুকুলে আসার পর ট্রলারসহ জেলেদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version