নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জ্বালানি বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক সালেক সুফিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।