নিজস্ব প্রতিনিধি : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভার আলোচ্য সুচির মধ্যে ছিল ভোক্তাদের আপলোড যাচাই-বাছাই আগামী ৩০ আগস্টের মধ্যে সমাপ্ত করা এবং আগামী ১ সেপ্টেম্বর সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় শুরু করা প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. হুমায়ুন বাসিদ প্রমুখ।