Site icon suprovatsatkhira.com

সংবাদ প্রকাশের জের: ২৪ ঘন্টার মধ্যে হেলে পড়া সীমানা প্রাচীর অপসারণ!

মীর খায়রুল আলম : দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের হেলে পড়া সীমানা প্রাচীর নিয়ে সংবাদ প্রকাশের পর ২৪ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপজেলা পরিষদ থেকে কয়েক গজ দুরে অবস্থিত সদরের মডেল বিদ্যালয়। এই বিদ্যালয়ের সীমানা প্রাচীর দীর্ঘদিন ধরে হেলে পড়ে। কোথাও কোথাও বড় বড় ফাঁটলের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিশুদের অভিভাবক ও শিক্ষকরা শঙ্কিত ছিলেন।

পরবর্তীতে হেলে পড়া ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর অপসারণ না হওয়ায় বিষয়ে জানাতে পারে স্থানীয় সংবাদ-কর্মীরা। এরপর সেখানের বর্তমান চিত্র তুলে ধরে গত ২৭ ও ২৮ আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে নড়ে বসেন প্রশাসন। এঘটনায় ২৮ আগস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাহী অফিসারের অফিসে ডাকা হয়। পরে সেখানে হাজির হয়ে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর ২৪ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। সেই মোতাবেক বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে ঝুঁকিপূর্ণ প্রাচীর সরিয়ে নেন। তবে বর্তমান ওই স্থানে টিন সেডের বেড়া দিয়ে প্রাচীরের ব্যবস্থা করা হবে জানা গেছে। পরবর্তীতে বরাদ্দ দিয়ে নতুন প্রাচীর নির্মাণ করা হবে বলেও জানান কর্তৃপক্ষ। এদিকে সংবাদ প্রকাশের পর তড়িৎ ব্যবস্থা নেওয়ায় প্রশাসন, পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version