আগস্ট ২৭, ২০২২
শ্যামনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির মতবিনিময় সভা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নে সম্প্রতি মুন্ডা সম্প্রদায়ের উপর হামলায় নিহত নরেন্দ্র মুন্ডা কেন্দ্রিক মামলায় আসামিদের দ্রæত গ্রেফতার করা, মুন্ডা সম্প্রদায়ের নিরাপত্তা বিধান করা এবং আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ বিভিন্ন বিষয় স্থান পায়। এ সময় উপস্থিত ছিলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সাতক্ষীরা জেলা শাখার আহŸায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাসদ জেলা সভাপতি শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু, সেক্রেটারি ইদ্রিস আলী, গণফোরাম জেলা সভাপতি আলী নূর খান বাবলু, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. ওসমান গনি, জেলা বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাসদ নেতা অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। 8,232,059 total views, 12,051 views today |
|
|
|