আগস্ট ২১, ২০২২
শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ( রবিবার) বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্স চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ, এ, কে, এম জাফরুল আলম (বাবু), মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম আব্দুস সাত্তার, সহকারি-অধ্যাপক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু সুশান্ত বিশ্বাস (বাবুলাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা একই মাস্টার মাইন্ড। তিনি অবিলম্বে ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি করেন। 8,186,921 total views, 9,282 views today |
|
|
|