আগস্ট ২০, ২০২২
শ্যামনগরে ছয় দফা দাবিতে মেম্বার এসোসিয়েশনের সম্মেলন
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরে ছয় দফা দাবিতে বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব আজগর আলী গাজী ও পবিত্র গীতা পাঠ করেন উৎপল কুমার জোয়ারদার। রবিবার (২০ আগস্ট) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি অবস্থিত বরসা রিসোর্টের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। গাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না। তিনি ছয় দাবি পাঠ করে শোনান। দাবিগুলো হচ্ছে ইউপি সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি, সকল ধরনের উৎসব ভাতা, প্রত্যেক ওয়ার্ডে ইউপি সদস্যদের অফিস, উপজেলার সকল ধরনের মিটিংয়ে মেম্বার এসোসিয়েশন থেকে একজন সদস্য রাখা ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইউপি সদস্যকে গ্রেফতার করা না করা। অনুষ্ঠানের উদ্বোধক সাতক্ষীরা মেম্বার এসোসিয়েশনের আহŸায়ক মফিজ উদ্দিন মুফতি সকলকে একত্রিত হয়ে সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন, হাজী আবুল কালাম আজাদ সহ-সভাপতি মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, তরিকুল ইসলাম সিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এস এম ফরিদ রানা সভাপতি খুলনা জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও মো. তুহিন মিয়া সদস্য সচিব মেম্বার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাফরুল আলম বাবু চেয়ারম্যান ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ, গাজী আনিসুজ্জামান আনিচ চেয়ারম্যান কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ, শেখ আল মামুন চেয়ারম্যান রমজাননগর ইউনিয়ন পরিষদ অসীম কুমার মৃধা চেয়ারম্যান মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ ও মো. নজরুল ইসলাম মোল্ল্যা চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংবাদ-কর্মী ও ইউপি সদস্য এস কে সিরাজ ও এস এম রবিউল ইসলাম সদস্য, মেম্বার এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখা। অনুষ্ঠানের শেষে জেলা কমিটির পক্ষ থেকে খুলনা জেলা কমিটির সভাপতি এসএম ফরিদ রানা আংশিক কমিটি ঘোষণা করেন। আংশিক কমিটিতে গাজী গোলাম মোস্তফাকে সভাপতি, এস কে সিরাজ সাধারণ সম্পাদক ও জি এম আব্দুর রউফ সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি। 8,181,355 total views, 3,716 views today |
|
|
|