Site icon suprovatsatkhira.com

শিশুদের শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরি বিষয়ে র‌্যালি ও আলোচনা সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে শিশুদের শারীরিক শাস্তি নির্মূলে সচেতনতা তৈরি বিষয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের পিসি মো. আবু সাঈদ সরদারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, নারী নেত্রী মুর্শিদা আক্তার, পরিত্রাণের মো. আলাউদ্দিন, শিশু কিশোর ক্লাবের রেশমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিশু কিশোর ক্লাবের সদস্যসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version