ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদরে শিবপুর ইউনিয়নের পরানদাহ বাজারে সাংবাদিক সরদার আবু সাঈদের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রবিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। সরদার আবু সাঈদের স্ত্রী পারুল খাতুন বলেন, শারীরিক অসুস্ততার কারণে আমার স্বামী ভারতে চিকিৎসাধীন থাকায় আমি বাবার বাড়ি কলারোয়ার সোনাবড়িয়া যায়।
গতকাল সকালে জানতে পারি আমার বাড়ির গ্রিলের তালা ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি ঘরে থাকা ১৯ হাজার টাকা, ৫ টি সোনার আংটি, ২ জোড়া সোনার দুল, ৫ টি সোনার চেইন, ৩টি রুপার আংটিসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞাত চোর। সাতক্ষীরা থানার ওসি স, ম, কাইয়ুম বলেন, চুরি সংক্রান্ত ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।