বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর হত্যা প্রচেষ্টার ৩০ তম বার্ষিকীসহ কৃষক ও ভ‚মিহীণ নেতাকে হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় আলোচনাসভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
জেলা পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক স্বপন কুমার শীল অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নারী নেত্রী নাসরিন খান লিপি, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ মাস্টার, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকারসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসুল।
অনুষ্ঠানের শুরুতে নিহত কৃষক ও ভ‚মিহীন নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। বক্তারা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এর হত্যা প্রচেষ্টাসহ নাটোরের আখচাষী আব্দুস সালাম, ঝিনাইদহের মন্টু মাস্টার, চুয়াডাঙ্গার কৃষক নেতা রমজান মোকলেছ, উজির,সোহরাবসহ কুলবিলাগুচ্ছ গ্রামের ৮ জন ভূমিহীন ক্ষেত মজুর ও মেহেরপুরের কৃষক নেতা জহির হত্যা কান্ডের দ্রæত বিচারের দাবি জানান।
এছাড়া মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দেওয়ার আহŸান সহ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জোর দাবি জানান এবং নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, গ্যাস, ডিজেল, পেট্রোল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকার কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর আহŸান জানান।
আলোচনাসভা একটি বিক্ষোভ মিছিল জেলা পার্টি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।