আগস্ট ২, ২০২২
যশোরে শার্শায় ১০ টি স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেল সহ ১ চোরাকারবারী আটক
শার্শা যশোর প্রতিনিধি : যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ টি সোনার বারসহ হাসানুজ্জামান নামক ১ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।
উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ হাসানুজ্জামান স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। আটককৃত ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪,৫০,০০০/-(চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
8,174,415 total views, 15,201 views today |
|
|
|